সব শ্রমিকরা তাদের নিজেদেরকে যৌন নির্যাতন থেকে রক্ষা করার অধিকার রয়েছে।
যৌন সহিংসতা বলতে সংশ্লিষ্ট ব্যক্তির ইচ্ছার বিরুদ্ধে যৌন সহিংসতা যেমন ধর্ষণ, শ্লীলতাহানি বা হয়রানি ইত্যাদিকে বুঝায়।
- যৌন হয়রানীর ভুক্তভুগীকে যৌন অবমাননা, অস্বস্তি,আপমান জনক আচরন শারীরিক, মৌখিক ইত্যাদি বিভিন্ন ভাবে উপস্থাপিত করতে পারে।
- যদি আপনি ব্যবহারকারীর মাধ্যমে প্রতিনিয়ত যৌন হয়রানীর স্বীকার বা যৌন নিপীড়িত হন বা লাঞ্ছিত হন তাহলে কর্মক্ষেত্র পরিবর্তন করতে পারবেন। বিশেষত যদি যৌন নির্যাতন (ধর্ষণ এবং ধর্ষণের চেষ্টা, ইত্যাদি) করার মত যৌন নির্যাতনের স্বীকার হন তাহলে জরুরি ভিত্তিতে কর্মক্ষেত্র পরিবর্তন করতে পারবেন। তবে যৌন নির্যাতনের প্রমান অবশ্যই সংগ্রহ করে রাখতে হবে এবং পেশাদার কাউন্সিলিং সেন্টারের গিয়ে পরামর্শ করা ভাল হবে।
- যৌন নিপীড়নের বিষয় গুলি আপনি পছন্দ করেন না তা পরিস্কার ভাবে জানিয়ে দিবেন তার পরে ও যাদি এমন পরিস্থিতি স্বীকার হন তাহলে আপনার সহকর্মীদের অবহিত করে রাখবেন। যদি কোন সমস্যা হয় তা হলে অভিবাসী মহিলা জরুরি কল সেন্টার বা শ্রমিক ইউনিয়ন অফিসে যোগাযোগ করবেন।
(이주여성긴급전화 1577-1366)
অভিবাসী মহিলা জরুরি ফোন নাম্বার- ১৫৭৭-১৩৬৬