- অভিবাসী শ্রমিক বলতে এমন ব্যক্তিকে বুঝায় যে তার নিজ দেশ ত্যাগ করে অন্য দেশে গিয়ে শ্রম প্রদান করে। জাতীয়তা ভিন্ন হলেও শ্রমের প্রকৃতি বদলায় না। শ্রমিকদের অধিকারের সমান গ্যারান্টি প্রদান করতে হবে।
※ লোকজন আমাদেরকে যে সব নামে ডাকে তার মধ্যে কোনটি ভাল বলে মনে হয়?
▶ বিদেশী শ্রমিক/ বিদেশী কর্মী - বিদেশী শ্রমিক (কোরিয়ান সরকার)
- বিদেশীঃ অন্য দেশের লোক, আমাদের বাইরের দেশের লোক, দত্তক ⇛ অন্যান্য জাতী
▶ অভিবাসী শ্রমিক – মাইগ্র্যান্ট শ্রমিক, ( আন্তর্জাতিক শ্রম সংস্থা,জাতিসংঘ) সঠিক প্রকাশ
- অভিবাসীঃ বসবাসের জায়গা ছেড়ে অন্য জায়গায় গিয়ে বসবাস - নিরপেক্ষ
▶ অবৈধ অভিবাসী- অনুপযুক্ত অভিব্যক্তি
- কোন ব্যক্তিকে 'অবৈধ' সংযুক্ত করে অভিব্যক্তি করা ঐ ব্যক্তিটিকে অবৈধ হিসাবে উপলব্ধি করে নেতিবাচক চিত্র তৈরি করে যা একটি কুসংস্কার এবং বিদ্বেষ তৈরি করে। জাতিসংঘ এবং জাতীয় মানবাধিকার কমিশন(এনএইচআরসি) ও অবৈধ অভিবাসন শব্দটির ব্যবহার পরিবর্তনের সুপারিশ করেছে।
▶ নন-রেজিস্টার অভিবাসী – সঠিক প্রকাশ
- ইমিগ্রেশন অফিসে রেজিস্টার নথিভুক্ত করা হয়নি বা ভিসা না থাকায় নথিভুক্ত করা হয়নি সেই জন্য অবৈধ না বলে অনিবন্ধিত বলাই উপযুক্ত । আন্তর্জাতিক সংস্থা যেমন (জাতিসংঘ) এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) ও কোরিয়ার জাতীয় মানবাধিকার সংস্থা ও অ-নথিভুক্ত হিসাবে প্রকাশ করার জন্য সুপারিশ করেছেন ।